টুকের বাজারে দুর্বৃত্তদের হামলায় নিহত ১, আহত ১
সিলেটের জালালাবাদ থানাধীন টুকের বাজার নামক স্থানে সিএনজি অটোরিকশার গতিরোধ করে দূরবৃত্তরা বিগত ১০/০৬/২০২২ইং তারিখ রোজ শুক্রবার হামলা চালায়। এতে একি পরিবারের দুইজন গুরুতর আহত হয়। পথচারীরা তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
এই বিষয়ে বিপ্লব সামন্তের সাথে কথা বললে জানান যে,আমার ছোট ভাই বাবাকে নিয়ে সিলেট ডাক্তার দেখাতে নিয়ে যায় হঠাৎ তার মোবাইল থেকে কল আসে রিসিভ করার পর অপরিচিত একজন লোক ঘটনার কথা জানালে সাথে সাথে আমি মেডিকেলে চলে আসি। আসার পর দেখতে পাই আমার বাবা বীরেশ সামন্ত মারা গেছেন এবং ছোট ভাই বিপ্লেশ সামন্ত অজ্ঞান অবস্থায় ডাক্তারের নিবিড় পরিচর্যায় আছে। দুইদিন পর আমার ভাইয়ের জ্ঞান ফেরার পর বলে যে আমরা ডাক্তার দেখিয়ে বাড়িতে আসার সময় টুকের বাজারে আসা মাত্র চারটি মোটরসাইকেল আমাদের গতিরোধ করে টেনে হিছড়ে নামিয়ে এলোপাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। তখন আমি মাওলানা এখলাচুর রহমানের ছেলে গনি রহমানকে চিনতে পেরেছি। বিপ্লব সামন্ত আরও জানান যে দীর্ঘ দিন থেকেই এখলাচুর রহমান ও তার ভাতিজা জয়লান আবেদীনের সাথে বিরুধ চলে আসছে। পরিকল্পিতভাবে আমার বাবা ও ভাইকে হত্যার উদ্দেশ্য হামলা করেছে। আমার ভাইয়ের শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন। তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন এবং পিতা হত্যার বিচার চান।