উন্নয়ন সমাজসেবা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে ব্লাড গ্রুপ ক্যাম্পিং

মিজানুর রহমান সুমন, শায়েস্তাগঞ্জ
উন্নয়ন সমাজসেবা পরিষদ সংগঠনের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী ও মিলনমেলা উপলক্ষে শায়েস্তাগঞ্জ আইডিয়াল স্কুল এন্ড কলেজে বিনামূল্যে ব্লাড গ্রুপ ক্যাম্পিং আয়োজন করা হয়।
শুক্রবার সকাল ৯টায় আইডিয়াল স্কুল এন্ড কলেজে ক্যাম্পিং শুরু হয়। ক্যাম্পিং এর মাধ্যমে ৫৭০ জন ছাত্র ছাত্রী সহ পথচারী মানুষদের বিনামূল্যে রক্তের গ্রুপ জানিয়ে দেওয়া হয়েছে। উন্নয়ন সমাজসেবা পরিষদ সংগঠনের স্বেচ্ছাসেবীরা প্রতিনিয়ত শত শত মুমূর্ষু রোগীদের বিনামূল্যে ব্লাড মেনেজ করে দিচ্ছেন। এছাড়া পথশিশু ও অসহায় মানুষের জন্য খাবারের ব্যবস্থা করেন অসহায় মুমূর্ষু রোগীদের চিকিৎসা জন্য আর্থিক টাকা ব্যবস্থা, বিভিন্ন মহামারী মাঝে ও তাদের প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে থাকেন মেধাবী শিক্ষার্থীদের আর্থিক অনুদান বন্যার্ত্বদের মাঝে ত্রাণ সহ সকল সামাজিক কাজের মাধ্যমে মানুষকে তারা সেবা দিয়ে থাকেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার পল্লব হোম দাস, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ শায়েস্তাগঞ্জ থানা দিলীপ কান্ত নাথ, গাজী গোলাম মোস্তফা, ভারপ্রাপ্ত অধ্যক্ষ শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ, মঈনুল হাসান রতন, সভাপতি শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব, মোঃ কামরুল হাসান, সাধারণ সম্পাদক শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব, সালাহ উদ্দিন তালুকদার, প্রধান শিক্ষক, শায়েস্তাগঞ্জ আইডিয়াল স্কুল এন্ড কলেজ, ডাঃ আশফাক হোসেন সোহেল চৌধুরী, সেবা হোমিও ক্লিনিক শায়েস্তাগঞ্জ।
এছাড়া উপস্থিত ছিলেন উন্নয়ন সমাজসেবা পরিষদ এর দায়িত্বশীলগন, উপস্থিত ছিলেন এইচ. এম শাহিন আলম প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক সহ অত্র সংগঠনের সদস্যবৃন্দ।
এসময় মেডিকেল টিমে সেবায় ছিলেন, সাফিয়া আক্তার, মাফিয়া আক্তার, তাহমিদা আক্তার, রুমানা আক্তার, সুমাইয়া বিনতে ইমরান বন্যা গোপ হাবিবুর রহমান বিলাল মিয়া আব্দুল খালেক শিপন, তারেকুল ইসালম জয়নাল আবেদীন হাফেজ নাজমুল হুদা। অনুষ্ঠানে ছিলেন শিক্ষক মন্ডলী সাংবাদিক স্টুডেন্ট পথচারী স্কাউটস লেখক সহ আর অনেকেই ।
সেচ্ছাসেবীরা বলেন বিনামূল্যে ব্লাড গ্রুপ ক্যাম্পিংয়ে স্টুডেন্ট পথচারী মানুষরা তাদের ব্লাড গ্রুপ জানতে পেরে অনেক খুশি, এই কার্যক্রম যেন প্রতিটি গ্রামে শহরে চলমান থাকে এবং মানুষ যেন তাদের ব্লাড গ্রুপ মনে রাখেন, আসুন সকলের কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে নিয়ে যায় সোনার বাংলাদেশ, মানুষ হউক মানুষের জন্য সেবায় হউক মানুষের ধর্ম, একটি স্লোগান হউক সবার জন্য মানুষ মরবেনা সেবার জন্য। সেচ্ছাসেবীরা কাজ করেন দুনিয়ায় কিছু পাওয়ার জন্য নয়, কাজ করে রবের নৈকট্য লাভের জন্য।