জামালগঞ্জে সাচনা-রামনগর রাস্তার কাজে অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

মো. বায়েজীদ বিন ওয়াহিদ, জামালগঞ্জ
সুনামগঞ্জের জামালগঞ্জে সাচনা-রামনগর বাজার রাস্তার কাজে নিম্নমানের ইট,পাথর, বালু ব্যবহারে ঠিকাদারের অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে আঞ্চলিক সংগঠন ‘সুপার সিক্সটি,স্বপ্ননীড় ও ফতেপুর সমাজ কল্যান যুব সংঘ এবং সচেতন সাচনাবাজার ইউনিয়ন পরিষদের নাগরিকদের ব্যানারে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন-স্বপ্ননীড় সংগঠনের উপদেষ্টা জাকির হোসেন, সভাপতি সেলিম আহমেদ, সুপার সিক্সটি টিম লিডার আবতাহিনূর খান উদয়, ফতেহপুর সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি মাওলানা মতিউর রহমান প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাচনা-রামনগর বাজারের এই জনগুরুত্বপূর্ণ রাস্তার কাজে বালু,পাথর, ইটসহ নিম্নমানের সামগ্রী অবিলম্বে পরিবর্তন করে ভালো মানের সামগ্রী ব্যবহার করে রাস্তার কাজ করার দাবি জানান। ঠিকাদারি প্রতিষ্ঠানকে বারবার বলার পরও তারা কর্ণপাত করছেন না। এবার তারা সংশোধন না হলে এরকম দূর্নীতিবাজ ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। একদিকে রাস্তার কাজ করছে অন্যদিকে তা ভেঙে যাচ্ছে। রাস্তার কাজের মান উন্নয়নে উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছেন সংগঠনের নেতারা।