বড়লেখায় তাফসীর মাহফিলে আসছেন শামীম সাঈদী

তাহমীদ ইশাদ রিপন,বড়লেখা প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখা সদর ইউনিয়নের সোনাতুলা ইসলামী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ১৭ ফেব্রুয়ারি সোমবার অনুষ্ঠিত ২৫তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলে আসছেন বিশ্ব বরেণ্য আলেমেদ্বীন শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী (রহ:) এর সুযোগ্য উত্তরসূরী আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট ইসলামিক স্কলার শামীম বিন সাঈদী।
সোনাতুলা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টা হইতে মধ্যেরাত পর্যন্ত ২৫তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলে দেশ বরণ্যে মুফাসসিরে কেরামগণের তাফসীর পেশ করার কথা রয়েছ।
তাফসীর মাহফিল পরিচালনা কমিটি সুত্রে জানা গেছে, প্রধান অতিথি হিসেবে বাদ জোহর দুপুর আড়াইটায় তাফসীর পেশ করবেন বিশিষ্ট ইসলামিক স্কলার শামীম বিন সাঈদী পিরোজপুর ও প্রধান আলোচক ঝিঙ্গাবাড়ি ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা হাফিজুর রহমান।
প্রধান মেহমান হিসেবে তাফসির পেশ করবেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হযরত মাওলানা আমিনুল ইসলাম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে তাফসির পেশ করবেন হযরত মাওলানা হোসাইন আহমদ দুবাগী, মাহবুবুর রহমান কাঠালতলী, এম শাহেদ আহমদ গৌরনগর এবং তেলাওয়াত, ইসলামি সংগীত, গজল, হামদেনাথ পরিবেশন করবেন একঝাক তরুণ হাফেজ ও ইসলামি সংঙ্গীত শিল্পীবৃন্দ। এদিকে তাফসীরুল কোরআন মাহফিল সরাসরি সম্প্রচার করবে বিভিন্ন অনলাইন মিডিয়া ও ফেসবুক পেইজ।
উল্লেখ্য, সোনাতুল ইসলামী সমাজকল্যাণ পরিষদের সভাপতি হাফেজ জয়নাল আবেদিন জানান, ১৭ ফেব্রুয়ারি রোজ সোমবার অনুষ্ঠিতব্য ২৫ তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলে শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর উত্তরসূরী জনপ্রিয় ইসলামিক স্কলার শামীম বিন সাঈদী ছাড়াও দেশ বরণ্যে মুফাসসীর কেরামগণ কুরআনের দাওয়াত নিয়ে আসবেন এবং মহাগ্রন্থ আল-কুরআন থেকে তাফসীর পেশ করবেন।
ইতিমধ্যে এলাকাবাসীসহ সকলের আন্তরিক সহযোগিতায় আমাদের মাহফিলের প্রস্তুতি চলছে। ইনশাআল্লাহ নির্ধারিত তারিখ ও সময়ে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে।
তিনি আরোও বলেন, আশেপাশের উপজেলা ও বিভিন্ন এলাকা থেকে প্রচুর লোক সমাগমের আশংকা করা যাচ্ছে। সেজন্য মাহফিল পরিচালনা কমিটি যানবাহনের পার্কিংসহ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এসময় তিনি ইসলামী সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে তাফসীর মাহফিলে উপস্থিত থাকার জন্য সকল তাওহিদী জনতার প্রতি বিনীত অনুরোধ জ্ঞাপন করেন।