সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে নিভে গেলো আরেকটি তাজা প্রাণ

মো. শরীফ আহমদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি
সিলেটের কোম্পানীগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জীবন আহমেদ (২৮) নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। রোববার সকালে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এসময় অপর ট্রাকের চালক আহত হয়েছেন। নিহত জীবন আহমেদ কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের শিলেরভাঙ্গা গ্রামের জহর আলীর ছেলে।
জানা যায়, নিহত জীবন আহমেদ হাইড্রলিক ট্রাক নিয়ে সিলেট থেকে ভোলাগঞ্জের উদ্দেশ্যে আসছিলেন। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা পাথরভর্তি অপর একটি ট্রাকের সঙ্গে তার গাড়ির সংঘর্ষ হয়। এতে গুরুতর আঘাতপ্রাপ্ত হন জীবন। তাকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, দুর্ঘটনার ২টি গাড়ি জব্দ করা হয়েছে, তবে থানায় আনা সম্ভব হয়নি গাড়ীগুলো দুমড়েমুচড়ে গেছে। লাশ এখনও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য যে, গেলো বুধবার সাদা পাথরে বেড়াতে আসা লক্ষীপুর সদরের চৌপল্লী গ্রামের মো. মমিনুল হকের পাঁচ বছর বয়সী মাহদী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে একটি হাত দেহ থেকে আলাদা হয়ে যায়, পরবর্তীতে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে সে মৃত্যু বরণ করে। এ দুর্ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম সরগরম হয়ে উঠে। সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে প্রতিনিয়তই লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল। স্থানীয়দের অভিযোগ রাস্তায় অবৈক পার্কিং ও অদক্ষ গাড়ি চালকই এসকল দূর্ঘটনার প্রধান কারণ।