খাজাঞ্চী ইউনিয়ন ফুটবল এসোসিয়েশনের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সমুজ আহমদ সায়মন, বিশ্বনাথ
সিলেটের বিশ্বনাথে খাজাঞ্চী ইউনিয়ন ফুটবল এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ১ম আন্ত:ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন সংলগ্ন মাঠে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন উদ্বোধক যুক্তরাজ্য প্রবাসী ও ভি-সেভেনের অন্যতম সদস্য মাহমুদুর রহমান মান্না।
পরে এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজ সেবক ও যুক্তরাজ্য প্রবাসী লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের অন্যতমও অর্থ দাতা মোহাম্মদ সেবুল মিয়া।
খাজাঞ্চী ইউনিয়ন ফুটবল এসোসিয়েশনের সভাপতি হেলাল আহমদের সভাপতিত্বে ও ধারাভাষ্যকার আরকুম আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন টুর্নামেন্টের উদ্বোধক মাহমুদুর রহমান মান্না।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আব্দুর রব রাজু,পুষ্প সৌরভ সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের প্রশাসনিক কর্মকর্তা কয়েছ আহমদ, স্থানীয় ইউপি সদস্য রইসুল ইসলাম, বাদশা মিয়া, ইলিয়াস হোসেন, নুরুজ্জামান মিয়া, শাহজাহান সজিব, আবুল কালাম, মাসুক মিয়া, তাজুল ইসলাম, জয়নাল আবেদীন প্রমুখ।
উদ্বোধনী খেলায় ২নং ওয়ার্ডকে ১-০ গোলে হারিয়ে শুভ সুচনা করে ১নং ওয়ার্ড। বিজয়ী দলের জাহাঙ্গীর একমাত্র গোলটি করেন।পরে আগত অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ।