বিয়ানীবাজারে বইয়ের অপেক্ষায় ৫৫ শতাংশ মাধ্যমিকের শিক্ষার্থীরা

বিয়ানীবাজার প্রতিনিধি
বিয়ানীবাজারে চলতি বছরে রাজনৈতিক পরিসস্থিতির কারণে বই মুদ্রণ ও বিতরণে ভাটা পড়ে। এখনো নতুন শ্রেণির সব বই না পাওয়ায় সংশ্লিষ্টরা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সহ বইয়ের অপেক্ষায় রয়েছেন। বিয়ানীবাজার উপজেলায় ১১ ফেব্রুয়ারি পর্যন্ত সংখ্যার বিবেচনায় অর্ধেক বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানো গেছে। তবে সব বিষয়ের সব বই এখনও তারা হাতে পাননি। প্রাথমিকের ৮০ শতাংশ বই শিক্ষার্থীদের হাতে গেছে। আর মাধ্যমিক পর্যায়ে স্কুল ও মাদরাসায় ৫৫ শতাংশ বইয়ের অপেক্ষায় আছেন শিক্ষার্থীরা। বিয়ানীবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান জানান, বই আসা শুরু হয়েছে চলতি মাসের মধ্যে শিক্ষার্থীদের হাতে শতভাগ বই পৌছে দেওয়া হবে বলে আশাবাদী।
এদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস জানায়, মাদরাসার চেয়ে স্কুলের বই বিয়ানীবাজারে তুলনামূলকভাবে বেশি এসেছে। প্রাথমিক শিক্ষা অফিস কর্মকর্তারা জানান, বিয়ানীবাজারে মোট চাহিদার ৮০ শতাংশ বই এসেছে। এর মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শতভাগ বই আসলেও এখনো চতুর্থ ও পঞ্চম শ্রেণির শতভাগ বই আসেনি।
ফেব্রুয়ারির মাঝামাঝিতে সব বই শিক্ষার্থীরা হাতে পাবে’ বলে পাঠ্যবই মুদ্রণ ও বিতরণ তদারকির দায়িত্বে থাকা সরকারি প্রতিষ্ঠান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কর্তারা আশ্বস্ত করলেও মুদ্রণ প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি মাস গড়িয়ে মার্চে গিয়ে বইয়ের অপেক্ষা মিটতে পারে।