বড়লেখায় কোয়াব এর নবগঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি
ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) বড়লেখা উপজেলা শাখার আয়োজনে সোমবার (১৭ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭ টায় নবগঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের ইয়াম্মী প্যারাডাইস এন্ড চায়নিজ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোয়াব বড়লেখা উপজেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি ফরহাদ হোসেন।
এতে কোয়াবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সিপিএর প্রতিষ্ঠাকালীন সভাপতি সাবেক ক্রিকেটার ও কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান চুন্নু।
বিশেষ অতিথি ছিলেন সাবেক ক্রিকেটার নতুন বড়কন্ঠ পত্রিকার সম্পাদক ও মুড়াউল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদ আহমদ খান।
এসময় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সহ-সভাপতি হাফিজুর রহমান সুমন, আলমগীর আলম, শিমুল চৌধুরী, আহসান মাহবুব, মেহেরুল আমীন রিপন, সহ সাধারণ সম্পাদক বাবর হোসেন আপন, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম সাজু, শাহারিয়ার ফাহিম, প্রচার সম্পাদক আহমেদ নোমান, সহ প্রচার সম্পাদক রুবেল আহমেদ পাবেল, ক্রীড়া সম্পাদক কিবরিয়া ইসলাম খান, সদস্য আব্দুল করিম, কবির আহমদ তাফাদার, দেলোয়ার হোসেন রিমন, নাদের আহমদ, জাকারিয়া আহমদ, রাফসান আহমদসহ প্রমুখ।
এসময় অতিথিবৃন্দরা বলেন, বড়লেখায় ক্রিকেটের একটা ইতিহাস ঐতিহ্য আছে আপনাদের মত ক্রীড়া সংগঠকরা সেই ইতিহাস ঐতিহ্য তুলে ধরবেন। আপনারা আমাদেরকে ক্রিকেটের স্বার্থে যেকোনো কাজে কিংবা পরামর্শে পাশে পাবেন এবং নবগঠিত কমিটিকে স্বাগত জানাই আপনাদের মাধ্যমে বড়লেখার ক্রিকেট এগিয়ে যাবে সেই প্রত্যাশা করি।
এদিকে কোয়াবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা জেলা সভাপতি হাসান আহমেদ জাবেদ ও সাধারণ সম্পাদক রাসেল আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ক্রিকেটের উন্নয়নের জন্য আমাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে সকলের সহযোগিতা কামনা করছি এবং উপজেলার সকল ক্রীড়া সংগঠন-সংস্থার মাধ্যমে বড়লেখার ক্রিকেটকে এগিয়ে নিতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
নবগঠিত কমিটির সভাপতি ফরহাদ হোসেন বলেন, আপনারা সবাই একেকজন সভাপতি হয়ে ক্রিকেটের স্বার্থে হাজারো ক্রিকেটারের স্বপ্নকে বাস্তবায়ন করতে সম্মলিতভাবে কাজ করে যাবেন আপনাদের কাছে সেই প্রত্যাশা রাখি।