ওসমানীনগরে প্রবাসীর বসতঘর পুড়ে যাওয়ার ঘটনায় এখনো থানায় মামলা হয়নি

দৈনিকসিলেট ডটকম
সিলেটের ওসমানীনগর উপজেলার নিজ বুরুঙ্গা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী নুরুল মতিন চৌধুরী লুকুর বাড়িতে অগ্নিকান্ডের ঘটনার ১১দিন পেরিয়ে গেলেও এখানো থানায় কোনো মামলা হয়নি। গত (০৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা আগুন দিয়ে পুড়িয়ে দেয় পুরো বসতঘরে। খবর পেয়ে ওসমানীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। টিনশেড বিশিষ্ট দালান পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়দের ধারনা কোনো দাহ্য পদার্থ দিয়ে ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আগুনে ৬টি কক্ষ ও ২টি বাথরুম সম্পূর্ন পুড়ে যায়। ওসমানীনগর থানার এসআই মুজিবুর রহমান একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
ফায়ার সার্ভিসের দলনেতা সুব্রত সরকার পঙ্কজ জানিয়েছেন, প্রায় ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার মূল রহস্য উদঘাটন করতে ফায়ার সার্ভিসের তদন্ত টিম গঠন করে তদন্ত করা হলে প্রকৃত কারণ জানা যাবে।