দোয়ারাবাজারে গাইড ওয়াল নির্মাণে অনিয়ম

মোঃ সুমন আহমেদ, দোয়ারাবাজার
গ্রামীণ রাস্তাঘাটের উন্নয়নে সরকার বছরের পর বছর তৎপরতা চালালেও কতিপয় কিছু সরকারি কর্মকর্তার হীনমন্যতা ও অনিয়মকে আশ্রয় পশ্রয় দেয়ার ঘটনা অহরহ ঘটছে। আর এবার এমন অনিয়মের অভিযোগ উঠেছে মেসার্স সালেহ ব্রাদার্স ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
২১ কোটি টাকার বেশী চুক্তিমুল্যে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের বিয়ানীবাজার থেকে- বড়কাপন বাজার পর্যন্ত ১৬ কিলোমিটার রাস্তার কাজ এডিবি’র অর্থায়নে এলজিইডি’র অধীনে বাস্তবায়নের শুরুতেই নানান অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠছে।
সরেজমিনে রবিবার (১৭ফেব্রুয়ারি) শ্রিপুর বাজার থেকে বড়কাপন বাজার রাস্তার গাইড ওয়াল নির্মাণে অনিয়ম দেখা গেছে। মেসার্স সালেহ ব্রাদার্স ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ না করে সাব ঠিকাদার দিয়ে কাজ করানো হচ্ছে।
কৃষ্ণনগর গ্রামের মোঃ জাকির হোসেন বলেন সিমেন্ট ছাড়াই ২-৩ ধরনের ইট দিয়ে গাইড ওয়াল নির্মাণ করা হচ্ছে।
একই গ্রামের শিরাই মিয়া বলেন সিমেন্ট ছাড়া গাইড ওয়াল দেওয়া হচ্ছে বেশি দিন ঠিকবে না।
একাধিকবার চেষ্টা করেও ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি।
দোয়ারাবাজার এলজিইডি অফিসের উপসহকারি প্রকৌশলী মোঃ জসীম উদ্দিন জানান, ‘কাজে অনিয়মের কোনো সুযোগ নেই। আমরা প্রতিনিয়তই কাজ তদারকি করছি।