মাধবপুরে অবৈধ মাটি কাটার অভিযোগে এক ব্যক্তিকে জরিমানা

নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মো: মুজিবুল ইসলাম উপজেলার আদাঐর ইউনিয়নের হালুয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি কাটা অভিযোগে হালুয়াপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানে’র ছেলে মাহবুবুর রহমান (৪৫)কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ (১) ধারায় পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এসময় মাধবপুর থানার পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন। সহকারী কমিশনার (ভূমি) মো: মুজিবুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।