সিলেটে ফেনসিডিল সহ দুইজন আটক

দৈনিকসিলেট প্রতিবেদক
সিলেটে ১৯৪ বোতল ফেনসিডিল সহ দুই ব্যাক্তিকে আটক করেছে র্যাব-৯। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এয়ারপোর্ট থানাধীন সিলেট ক্লাব এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন-ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন চর গোবিন্দপুর গ্রামের আবদুল হাকিমের ছেলে রাসেল মিয়া (২৬) ও গোয়াইনঘাট থানার পাতলিকোনা গ্রামের মাহমুদ আলীর ছেলে আসলাম উদ্দিন (৩৮)।
আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি মো. মশিহুর রহমান সোহেল।