সুনামগঞ্জে শিক্ষক-শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট জেলা শাখার আয়োজনে স্থানীয় শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা চলে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বিভিন্ন উপজেলার ৫ জন শ্রেষ্ঠ শিক্ষক, ১০ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীর মাঝে ক্রেষ্ট ও সম্মাননাপত্র তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট জেলা শাখার সহকারী পরিচালক রবীন আচার্য্যের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, শিক্ষাবিদ যোগেশ্বর দাস, জেলা হিন্দু,বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রণ্টের আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য অশোক তালুকদার, সুনামগঞ্জ কেন্দ্রীয় দূর্গাবাড়ি পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুবিমল চক্রবর্তী প্রমুখ।