মুরারিচাঁদ কলেজে কবিতা পরিষদের উদ্যোগে তিন দিনব্যাপী বইমেলা শুরু

এমসি কলেজ প্রতিনিধি:
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ এমসি কলেজে আজ থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী বইমেলা। কবিতা পরিষদ আয়োজিত এই বইমেলা চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত।
বুধবার সকাল ১১টায় বইমেলার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বইমেলা আমাদের সংস্কৃতি আর সাহিত্য চর্চার অন্যতম মাধ্যম। বই পড়ার মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করতে পারি এবং নিজেদের মানসিক বিকাশ ঘটাতে পারি।” প্রসঙ্গক্রমে এসময় তিনি ২০১৪ সালের পরিপত্রে আর্থিক বিষয়ে কিছু পরিবর্তন আনার এবং ইনভেস্টমেন্ট হিসেবে শিক্ষাক্ষেত্রে জিডিপির ন্যূনতম ৬% ব্যায়ের ব্যাপারেও কথা বলেন ।
মুরারিচাঁদ কবিতা পরিষদের সভাপতি মইনুল হাসান আবিরের সভাপতিত্বে, সহ-সভাপতি ইভা সিদ্দিকী ও সিজান শেখের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আকমল হোসেন এবং শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ । উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আলী জাবের। এছাড়াও়াও শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ বিলাল উদ্দিন, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক অগ্রাতা সৌরভ, মুরারিচাঁদ কবিতা পরিষদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সুনীল ইন্দু অধিকারী ও অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ফৌজিয়া আজিজ এবং অসংখ্য শিক্ষার্থী।
এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের সাহিত্য চর্চায় আরও আগ্রহী করে তুলবে বলে মনে করেন অনেকে। উক্ত বইমেলায় বিভিন্ন ধরনের বইয়ের সমাহার দেখা গেছে। শিক্ষার্থীদের জন্য বিভিন্ন শিক্ষামূলক বইয়ের পাশাপাশি রয়েছে জনপ্রিয় লেখকদের উপন্যাস, কবিতা, গল্প এবং প্রবন্ধের বই। এছাড়াও, বইমেলায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এই বইমেলা শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়াতে এবং জ্ঞানার্জনে উৎসাহিত করতে সহায়ক হবে বলে মনে করেন আয়োজকরা।