যাদুকাটা নদীতে শ্রমিকের মৃত্যু

তাহিরপুর প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে বালু উত্তোলনের সময় হাবিবুর রহমান নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে যাদুকাটা নদীতে ঘটনাটি ঘটেছে।
নিহত শ্রমিক বিশ্বম্ভরপুর উপজেলার বসন্তপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, সকালে যাদুকাটা নদীর গড়কাটি এলাকায় বালু উত্তোলনের কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে হাবিবুর রহমান। এক পর্যায়ে বেশী অসুস্থ হলে গড়কাটি গ্রা আত্মীর বাড়িতে নিয়ে গেলে সেখানেই মারা যায়।
বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল কালাম জানিয়েছেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করেনি। মরদেহ নিহতের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।