শাবিতে প্রথম ক্বেরাত কনফারেন্স অনুষ্ঠিত

শাবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ইনকিলাব ফোরামের আয়োজনে প্রথম ক্বেরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ কনফারেন্স শুরু হয়। রাত ১১টার দিকে এটি শেষ হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. নজরুল ইসলাম।
বক্তব্যে কোষাধ্যক্ষ বলেন, ইনকিলাব ফোরামের নতুন নতুন ইনোভেটিভ সংস্কৃতি চর্চাকে স্বাগত জানাই। শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ বিকাশে সুস্থ সংস্কৃতির প্রয়োজন। কিন্তু বিগত ১৫ বছর ক্যাম্পাসে সুস্থ সংস্কৃতির চর্চা হতে দিতো না। এরকম প্রোগ্রাম আরও বেশি বেশি করতে ইনকিলাব ফোরামের প্রতি আহ্বান জানান তিনি।
কনফারেন্সে তেলাওয়াত করেন বিশ্ববিখ্যাত ক্বারী আন্তর্জাতিক ক্বেরাত ও হিফজ প্রতিযোগিতায় বাংলাদেশী বিচারক এবং আন্তর্জাতিক কেরাত সংস্থা ‘ইকরা’ এর সভাপতি আহমাদ বিন ইউসুফ আল আযহারি। এছাড়া ক্বেরাত পাঠ করেন বাংলাদেশ সেনাবাহিনীর ক্বেরাত প্রশিক্ষক হাফিজ ক্বারী শফিকুর রহমান, ক্বিরাআতুল কুরআন পরিষদ সিলেটের সভাপতি ক্বারী সৈয়দ মওদুদ আহমদ ও সবুজকুঁড়ির পরিচালক ক্বারী সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে নাশিদ পরিবেশনা করেন কলরবের আহমদ আব্দুল্লাহ ও শাবিপ্রবির অঙ্গীকার সাংস্কৃতিক সংসদ। এতে সভাপতিত্ব করেন ইনকিলাব ফোরামের সভাপতি মোজাম্মেল ইসলাম এবং সঞ্চালনা করেন রিসালাহ এর সহ-প্রধান ফরহাদ আহমদ ও ইনকিলাব ফোরামের সহ-সভাপতি হাবিবুর রহমান মাসরুর। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন ইনকিলাব ফোরামের সাধারণ সম্পাদক আব্দুর রহমান।