শাবিপ্রবিতে মাতৃভাষা দিবস পালিত

শাবিপ্রবি প্রতিনিধি
যথাযোগ্য মর্যাদায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাষা শহীদদের স্মরণ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
শুক্রবার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর সামনে কালো ব্যাচ ধারণ, জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ দিবসের সূচনা করা হয়।
এরপর পুরো বিশ্ববিদ্যালয় পরিবার প্রায় ১ কিলোমিটার প্রভাত ফেরীর মাধ্যমে পুষ্পস্তবক নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছায়। মিনারে সর্বপ্রথম পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ.এম. সরওয়ারউদ্দিন চৌধুরী ও উপ উপাচার্য অধ্যাপক মো. সাজেদুল করিম।
এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, জাতীয়তাবাদে উদ্বুদ্ধ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, জিয়া পরিষদ, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্ত চিন্তায় চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ, বিশ্ববিদ্যালয় ক্লাব, শাবি অফিসার্স অ্যাসোসিয়েশন, শাবি প্রেসক্লাব, বিভিন্ন বিভাগ, হল প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক ও ক্যারিয়ার ভিত্তিক সংগঠন ও কর্মচারীদের বিভিন্ন সংগঠন ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল ও সন্ধ্যার পর মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন বিশ্ববিদ্যালয়ের দিবস উদযাপন কমিটি।