শাবিপ্রবিতে অটোফিউশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু

শাবিপ্রবি প্রতিনিধি
উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রযুক্তি বিষয়ক সংগঠন সাস্ট অটোফিউশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভবন ‘সি’ এর ৪০৯ নম্বর রুমে এ প্রাথমিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।
এসময় প্রধান অতিথির বক্তব্যে সাস্ট অটোফিউশনের প্রতি বিভিন্ন দিকনির্দেশনা দেয়ার পাশাপাশি অটোমোবাইল ও অন্যান্য বিষয়ক প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের পৃষ্টপোষকতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন উপ উপাচার্য অধ্যাপক মো. সাজেদুল করিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল এ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবুল মুকিদ মোহাম্মদ মুকাদ্দেস, অধ্যাপক ড. মুহাম্মদ মাহামুদ হাসান, অধ্যাপক ড. মোহাম্মদ আবু হায়াৎ মিঠু, মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. নুরুজ্জামান সাকিব প্রমুখ।
সাধারণ সম্পাদক পিয়াল হাসান আবির বলেন, সাস্ট অটোফিউশনের লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অটোমোবাইল প্রযুক্তি সম্পর্কে পরিচিত করা। এই বিষয়ে জ্ঞান বিকাশ এবং শিক্ষার প্রসার ঘটানো।
তিনি বলেন, নতুন প্রজন্মকে অটোমোবাইল খাতে উদ্ভাবনী সক্ষমতা ও প্রযুক্তিগত দক্ষতায় সমৃদ্ধ করে অটোমোবাইল শিল্পে আগ্রহী করতে এবং আন্তর্জাতিক অটোমোবাইল অঙ্গনে দক্ষতার পরিচিতি লাভের লক্ষ্যে কাজ করবে।