মুরারিচাঁদ কলেজে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও তিন দিনব্যাপী বইমেলার সমাপ্তি

এমসি কলেজ প্রতিনিধি:
মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ মুরারিচাঁদ কলেজে (এমসি কলেজ) একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা এই শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠানে অংশ নেন।
সকাল ৯টায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ করা হয়। এরপর মুরারিচাঁদ কবিতা পরিষদ কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী বইমেলায় দিনব্যাপী অনুষ্ঠানান্তে আজ সমাপ্তি হয়। এই বইমেলায় কলেজের বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠন অংশগ্রহণ করে।
বইমেলার শেষ দিনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় ভাষা আন্দোলনের তাৎপর্য এবং বইমেলার গুরুত্ব নিয়ে বিভিন্ন বক্তারা তাদের মতামত তুলে ধরেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
কলেজের অধ্যক্ষ আবুল আনাম মোহাম্মদ রিয়াজ বলেন, “ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগ আমাদের জন্য এক অনুপ্রেরণা। এই বইমেলা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সাহিত্য ও সংস্কৃতি চর্চার আগ্রহ বাড়বে বলে আমি বিশ্বাস করি।”
বইমেলায় বিভিন্ন ধরনের বইয়ের সমাহার ছিল। শিক্ষার্থীদের জন্য বিভিন্ন শিক্ষামূলক বই, গল্পের বই, উপন্যাস, কবিতা এবং প্রবন্ধের বই পাওয়া যায়। এছাড়াও, মেলায় স্থানীয় প্রকাশকদের স্টলগুলোতেও বই বিক্রি হয়।
বইমেলাটি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেক শিক্ষার্থী মেলা থেকে তাদের পছন্দের বই কিনেছে। বইমেলা আয়োজকরা জানান, আগামী বছরও তারা এই ধরনের বইমেলার আয়োজন করবেন।