শাবিপ্রবি ছাত্রদলের কর্মীসভা শুরু

শাবিপ্রবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সদস্য ফরম বিতরণের লক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি শুরু হবে বলে জানান সংগঠনটির নেতাকর্মীরা।
দলটির নেতারা জানান, জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় সর্বদা সচেষ্ট। ছাত্রদলের মূলনীতি “শিক্ষা, ঐক্য ও প্রগতি”-এই আদর্শকে ধারণ করে একতাবদ্ধভাবে এগিয়ে যাওয়াই হচ্ছে ছাত্রদলের লক্ষ্য।
বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদলের দপ্তর সম্পাদক মনির হোসেন বলেন, দলে নতুন সদস্য সংগ্রহের উদ্দেশ্যে আমরা এ কর্মসূচির আয়োজন করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিবাচক সাড়া না দেওয়ায় আমাদেরকে ক্যাম্পাসের বাইরে প্রোগ্রামটি করতে হচ্ছে।