আগামীকাল বাসদ সিলেট জেলা শাখার মতবিনিময় সভা সফল করুন

দৈনিকসিলেট ডেস্ক :
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে আগামীকাল রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় মিরবক্সটুলাস্হ হোটেল সিলেট ইন এর কনফারেন্স হলে “গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, শিক্ষা ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি” শীর্ষক এক মতবিনিময় সভা হবে।
মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বাসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কমরেড খালেকুজ্জামান, বক্তব্য রাখবেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সম্পাদকমন্ডলীর সদস্য নিখিল দাস। এছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর ও সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এক যুক্ত বিবৃতিতে আগামীকাল রোববার মতবিনিময় সভা সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান ।