মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রি: এক ব্যক্তিকে জরিমানা

নাহিদ মিয়া,মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২২ ফেব্রুয়ারী) দুপুর ১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: মুজিবুল ইসলামের নেতৃত্বে ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ (১) ধারা অনুযায়ী ইউনিয়নের আলাকপুর গ্রামের আরজু মিয়ার ছেলে মো: রুবেল মিয়া(৩০) কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জানা যায়, দীর্ঘদিন ধরে মূল হোতা কামরুল (৩৫) এর ছত্রছায়ায় একটা বিশাল সিন্ডিকেটের সহযোগিতায় অবৈধ মাটি উত্তোলন ও পাচার করে আসছে।
সরেজমিনে ঘুরে এলাকা বাসীর সাথে কথা বললে নাম প্রকাশে অনিচ্ছুক, একাধিক ব্যক্তি প্রতিবেদককে বলেন ; এই সিন্ডিকেটের কারণে কোনো গণমাধ্যম কর্মী এলাকায় ঢুকার সাহস পায়না। এমনকি কেউ যদি সাহস করে এলাকায় প্রবেশ করে অনুসন্ধান মূলক তথ্য সংগ্রহ করতে চায় তাহলে তাদের শারীরিক ও মানসিক নির্যাতনের মত ঘটনা ঘটে।
অভিযান পরিচালনা কালে মাধবপুর থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন।
মাধবপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: মুজিবুল ইসলাম এবিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।