খেলাফত মজলিসের জেলা কমিটি গঠন: সভাপতি ইমাম, সম্পাদক আখতার

মো. বায়েজীদ বিন ওয়াহিদ, জামালগঞ্জ প্রতিনিধি
খেলাফত মজলিসের দ্বি-বার্ষিক শুরা অধিবেশন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির হল রুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
জেলা সভাপতি মাওলানা ইমাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত মজলিসে শুরার অধিবেশনে দারসে কুরআন, শাখার বার্ষিক রিপোর্ট পেশ, পর্যালোচনা, দ্বি-বার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জোন পরিচালক অধ্যক্ষ মাওলানা শামসুজ্জামান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও সিলেট জোন সহকারী পরিচালক অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান।
পরে শুরা সদস্যদের প্রত্যক্ষ ভোটে আগামী ২০২৫-২০২৬ ইং দ্বি-বার্ষিক মেয়াদে জেলা কমিটিতে সভাপতি পদে পুনঃনির্বাচিত হন মাওলানা ইমাম উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে পুনঃনির্বাচিত হন মাওলানা আখতার হোসাইন।
এসময় প্রধান অতিথি মাওলানা শামসুজ্জামান চৌধুরী ও বিশেষ অতিথি অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান উপস্থিত থেকে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করে নির্বাচিত দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান।
সভায় শুরুতে দারসে কুরআন পেশ করেন, জেলা সহসভাপতি মাওলানা খলিল আহমদ।
নবনির্বাচিত জেলা কমিটির পূর্ণাঙ্গ কমিটিতে রয়েছেন, সহ সভাপতি- সাখাওয়াত হোসেন মোহন, মাওলানা ছদরুল আমীন, মাওলানা আকিক হোসাইন, মোঃ মোস্তফা কামাল, মাওলানা খলিল আহমদ, মাওলানা নূরুল হোসাইন, সহ সাধারণ সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন (অতিরিক্ত বায়তুলমাল বিভাগ), মাওলানা নূরুল ইসলাম, হাফিজ মাওলানা মুহিব্বুর রহমান শিবলু (অতিরিক্ত অফিস বিভাগ), মাওলানা আখতার হুসাইন আতিক (অতিরিক্ত প্রচার বিভাগ), সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ জাবেদ, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা শুয়াইবুর রহমান, সহ প্রচার সম্পাদক কে এম সোলাইমান আহমদ তালুকদার, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক শুকুর আলী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফারুক আহমদ, সহ প্রশিক্ষণ সম্পাদক কাজী মাওলানা বদরুল আলম, অফিস সম্পাদক মাওলানা আলী খান, সহ অফিস সম্পাদক মাওলানা আতাউল হক, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা নূরুল ঈমান, দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুস শহীদ, সহ দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আলী আকবর, উলামা বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা জামিলুল হক আমিনী, মহিলা বিষয়ক সম্পাদিকা মিসেস দিলরুবা মোহন, নির্বাহী সদস্য মাওলানা জহির আহমদ, মাওলানা আবুল হাসনাত, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা মঈনুল হক, সৈয়দ রেজাউল হক, মাওলানা জহিরুল ইসলাম জামালগঞ্জী, হাফিজ মাওলানা আলমগীর হোসাইন, মাওলানা জসিম উদ্দিন, হাফিজ মাওলানা মঞ্জুর আহমদ।