তাহিরপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

তাহিরপুর প্রতিনিধি
সম্পত্তি নিয়ে বিরোধের জেড়ে দুই পক্ষের সংঘর্ষে সুনামগঞ্জের তাহিরপুরে ২০ জন আহত হয়েছে। সংঘর্ষে গুরুত্বতর আহত সাত্তার মিয়া (৩৫) মিয়াকে আশংকাজনক অবস্থায় প্রথমে তাহিরপুর, সুনামগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকগন তার অবস্থা আশংকাজনক হওয়ায় সিলেট রেফার করে কর্মরত চিকিৎসকগন। তিনি উপজেলার বাদাঘাট ইউনিয়নের ইসলামপুর গ্রামের আব্দুল আলীর ছেলে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বাদাঘাট ইউনিয়নের ইসলামপুর গ্রামের মঞ্জুর আলী ফজর আলীর ছেলে মঞ্জুর আলী ও জিয়াউর রহমানের বাড়ির উঠানে ঘটনা ঘটেছে।
এই ঘটনায় আশিক মিয়া (৩৫), জাফর আলী (৩০), ফজিল হক (২৬) সহ দু পক্ষের আরও ২০ জন আহত হয়েছে। তাদের সুনামগঞ্জ ও তাহিরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় এলাকাবাসী জানায়, সম্পত্তি ভাগ ভাটোয়ারা নিয়ে মঞ্জুর আলী (৫০) ওপর পক্ষ আসুক মিয়া (৩৫) মধ্যে একাধিক বার হাতাহাতি ও বিচার শালিস হয়। কিন্তু কোনো সমাধান হয়নি। আজ সকালে সাত্তার মিয়া সম্পত্তির বিষয়টি সমাধান করার উদ্দেশ্যে মঞ্জুর আলী ও জিয়াউর রহমানের বাড়িতে আসে। এনিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাত্তার মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আগাত করলে গুরুত্বর আহত হয়। এই খবর পেয়ে সাত্তার মিয়ার লোকজন এগিয়ে আসলে দু পক্ষের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়। সাত্তার মিয়া মৃত্যু হয়েছে এমন খরব এলাকায় প্রচার হলে ঘটনার পর থেকে মঞ্জুর আলী ও জিয়াউর রহমানের বাড়ির লোকজন সহ আত্নীয়স্বজরা ঘা ঢাকা দিয়েছে।
খবর পেয়ে তাহিরপুর থানা ও বাদাঘাট পুলিশ ফাঁড়ি থেকে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন জানান, এই বিষয়ে লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এলাকার পরিবেশ নিয়ন্ত্রণে রয়েছে।