‘রব্বানী শিক্ষা ব্যবস্থা: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক সিলেটে অনুষ্ঠিত

দৈনিকসিলেটডটকম
২১ ফেব্রুয়ারি, শুক্রবার, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেটে মাউন্ট এডোরা হাসপাতাল, আখালিয়া, শাখায় রব্বানী শিক্ষা ব্যবস্থা: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে রব্বানী শিক্ষাব্যবস্থা সংক্রান্ত মূল প্রবন্ধ পাঠ করেন কবি ও চিন্তক, ডা. বাপ্পা আজিজুল। তিনি রব্বানী দর্শন ও শিক্ষাব্যবস্থার সংক্ষিপ্ত রূপরেখা তুলে ধরেন। রব্বানী শিক্ষাব্যবস্থার কারিকুলাম, সিলেবাস ও মূল্যায়ন পদ্ধতির প্রস্তাবনা তুলে ধরেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. এ এম সরওয়ারুদ্দিন চৌধুরী, ভিসি, শাবিপ্রবি; প্রফেসর ড. মো. সাজেদুল করিম, প্রো-ভিসি শাবিপ্রবি; প্রফেসর ড. মো. ইসমাইল হোসেন, ট্রেজারার, শাবিপ্রবি; প্রফেসর ড. এটিএম মাহবুব-ই-ইলাহি, ট্রেজারার, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী, অধ্যক্ষ, সিওমেক। অন্যান্য আলোচকদের মধ্যে ছিলেন মাওলানা মো: লুৎফুর রহমান হুমায়দী, অধ্যক্ষ, শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা; নর্থ-ইস্ট মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ, অধ্যাপক মুনাজ্জির আলী; মো: ফয়জুল হক; অধ্যক্ষ, স্কলার্সহোম মেজরটিলা কলেজ; ড. মো. তুতিউর রহমান, শিক্ষা অফিসার, সিসিক; ডা. আখলাক আহমেদ, শিশুস্বাস্থ্য বিশেষজ্ঞ, সিওমেক; অধ্যাপক ডা. মো: নজরুল ইসলাম, স্নায়ুরোগ বিশেষজ্ঞ, পার্কভিউ মেডিকেল কলেজ; অধ্যাপক ডা. আলমগীর শাফকাত, গ্যাস্ট্রোলজি; জনাব মো: নুরুজ্জামান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসি; জনাব মুহিবুর রহমান, অধ্যক্ষ মুহিবুর রহমান একাডেমী প্রমুখ। গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. কেএম আখতারুজ্জামান, চেয়ারম্যান- মাউন্ট এডোরা হসপিটাল,কাজিটুলা, সিলেট।
প্রধান অতিথি অধ্যক্ষ মাসউদ খান তাঁর দীর্ঘ রাজনৈতিক ও কর্মজীবনের বিভিন্ন বিষয়ের স্মৃতিচারণ করেন। তমুদ্দুন মজলিশ, ছাত্রশক্তি ও মাওলানা ভাসানীর সাথে তাঁর দীর্ঘ পথচলার অভিজ্ঞতা বর্ণনা করেন। রব্বানী শিক্ষাব্যবস্থা পাইলট প্রজেক্ট হিসেবে শুরু করার জন্য তিনি আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে শাবিপ্রবি উপাচার্য বলেন, শিশুদের স্কুলে প্রবেশের বয়স ৫ করতে হবে। উচ্চমাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষাকে চাপমুক্ত, আনন্দঘন করতে হবে। প্রত্যেক পর্যায়ে প্রতিটি প্রতিষ্ঠানে সপ্তাহে অন্তত ১০ মিনিট হলেও নৈতিক শিক্ষার ব্যবস্থা করতে হবে। শিক্ষার মাধ্যমকে ট্রাইলিংগুয়াল (বাংলা, ইংরেজি, আরবি)করতে হবে। প্রোভিসি প্রফেসর ড. মো. সাজেদুল করিম বলেন, শিক্ষার ক্ষেত্রে ব্লুম ট্যাক্সোনমি যে কনসেপ্ট, তা আমি রব্বানী শিক্ষাব্যবস্থার রূপরেখায় প্রস্ফুটিত দেখতে পাচ্ছি। এটি শুরু করা যেতে পারে।
গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, একটি শিক্ষা কমিশন গঠন এখন অনিবার্য হয়ে দাঁড়িয়েছে। অবিলম্বে শিক্ষা কমিশন গঠনের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানানো হয় এবং এতে রব্বানী দর্শন ও মূল্যবোধকে সম্পৃক্ত করার ব্যাপারেও উদাত্ত আহ্বান জানানো হয়। এছাড়া গোলটেবিল বৈঠক শেষে ইনসাফ পাবলিকেশন থেকে প্রকাশিত কবি বাপ্পা আজিজুলের নতুন বই ‘থটস অব টাইম ফ্রম সূরা আসর’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।