শাবিপ্রবি নৃবিজ্ঞান বিভাগের ক্যারিয়ার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নৃবিজ্ঞান বিভাগের এলামনাই এসোসিয়েশনের ৪র্থ নির্বাহী কমিটির উদ্যোগে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) নৃবিজ্ঞান বিভাগের সহযোগিতায় এ কর্মসূচি পালন করা হয়। সফট স্কিল, সরকারি চাকুরি ও ব্যাংক জব, ডেভেলপমেন্ট সেক্টর, উচ্চশিক্ষা ও গবেষণায় ক্যারিয়ার গড়ার নির্দেশনা মোট তিনটি সেশনে এ কর্মশালা সম্পন্ন হয়।
সেশনগুলো বিভাগের ৫ম ব্যাচের শাহজাহান মিয়া, ৭ম ব্যাচের মো. মনিরুল ইসলাম কল্লোল ও বিশ্বজিৎ চক্রবর্তী, ৮ম ব্যাচের রাজিব মামুন, ৯ম ব্যাচের শরিফুল আলম ভূইয়া, মোশারফ হোসেন পলাশ ও মিঠুন চৌধুরী, ১৩তম ব্যাচের সুলতান মাহমুদ তান্না, ১৮তম ব্যাচের চাঁদ মিয়া, ১৯তম ব্যাচের সুদিপ্ত দাস গুপ্ত পরিচালনা করেন।
অনুষ্ঠানের আহবায়ক হিসেবে নৃবিজ্ঞান এলামনাই এসোসিয়েশনের শিক্ষা ও গবেষণা সম্পাদক ড. মুরশিদ হাসান স্বপন ও সদস্য সচীব হিসেবে সহকারী শিক্ষা ও গবেষণা সম্পাদক প্রভাষক মো: আশরাফুল হক দায়িত্ব পালন করেন।
এসময় উপস্থিত ছিলেন বিভাগের প্রধান ও প্রক্টর অধ্যাপক মো: মোখলেসুর রহমান, পরিবহন প্রশাসক অধ্যাপক আফম জাকারিয়া, সহযোগী অধ্যাপক ড. শাহাজাহান মিয়া, নৃবিজ্ঞান সমিতির ট্রেজারার চাঁদ মিয়া, প্রভাষক ফারিয়া বিনতে আরিফ, এলামনাই এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন পলাশ প্রমুখ।
এদিকে অনুষ্ঠান শেষে বিভাগীয় প্রধান অধ্যাপক মো: মোখলেসুর রহমানের হাতে বিভাগের সেমিনার লাইব্রেরির ‘লিপি-জেবিন কর্ণার’-এ বই তুলে দেন ৯ম ব্যাচের শিক্ষার্থীরা।