বৃহত্তর মদিনা মার্কেট, মার্কেট মালিক সমিতি গঠন

দৈনিকসিলেট ডেস্ক:
সিলেট নগরীর বৃহত্তর মদিনা মার্কেটস্থ মার্কেট মালিক সমিতি গঠন করা হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাইস এন্ড স্পাইস বেস্টুরেন্টে এ কমিটি গঠন করা হয়।
আব্দুল বাছিত মহসিনের সভাপতিত্বে ও সেলিম আহমদ এবং হাবিবুর রহমানের যৌথপরিচালনায় এক সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাজী মো: মাসুক চৌধুরী।
সভায় সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির দায়িত্বশীলরা হলেন সভাপতি মো: খলিলুর রহমান খান, সাধারণ সম্পাদক হাজী আব্দুল মুমিন, সাংগঠনিক সম্পাদক মোঃ তাজউদ্দিন, সহ-সভাপতি শ্রী-ননি গোপাল, হারুনূর রশীদ, সহ-সম্পাদক সাজ্জাদুর রহমান সাজু, কোষাধ্যক্ষ মোঃ মাসুক চৌধুরী, সদস্যরা মো: সেলিম আহমদ, মো: কবির আহমদ, কামরুল ইসলাম, জাফর করিম।
সভাপতি ও সাধারণ সম্পাদকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।