রাত দশটার পরে তেলিয়াপাড়ার রাস্তা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন

নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া থেকে চুনারুঘাট যাওয়ার রাস্তাটি জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে রাত দশটার পরে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, তেলিয়াপাড়া থেকে চুনারুঘাট যাওয়ার রাস্তাটির প্রায় তেরো কিলোমিটার পাহাড় ও চা-বাগান বেষ্টিত এলাকায় নেটওয়ার্ক না থাকায় কেউ বিপদে পড়লেও সাহায্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন না।
এই সুযোগটা নিচ্ছে অপরাধীরা। যেহেতু বিকল্প রাস্তা আছে তাই আমরা আইনশৃঙ্খলা সভায় আলোচনা করে এবং এসপি স্যার এর সাথে কথা বলে এই সিদ্ধান্ত নিয়েছি। তিনি জনসাধারণকে অনুরোধ করে বলেন, রাত দশটার পরে কেউ চুনারুঘাট যেতে চাইলে বিকল্প রাস্তা দিয়ে শায়েস্তাগঞ্জ হয়ে যাওয়ার জন্য।