অসহায় বিধবা নারীকে ঘর তৈরি করে দিল বড়লেখা নারী কল্যাণ সমিতি

বড়লেখা প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখায় সামাজিক সংগঠন বড়লেখা নারী কল্যাণ সমিতির উদ্যোগে এক অসহায় বিধাব মহিলাকে একটি ঘর উপহার দেওয়া হয়েছে। গত ০৫ আগষ্ট ২০২২ইং তারিখে বড়লেখা উপজেলার ফাতেমা বেগম (৫০) নামের এক সহায়সম্বলহীন বিধবা নারীর ঘর তৈরি করে দিয়েছেন বড়লেখা নারী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ। একই সাথে ওই অসহায় নারীকে থাকার জন্য চৌকি, তোষক, বালিশ ও কম্বল দেওয়া হয়েছে।
এর আগে অসহায় বিধবা নারীর ঘর তৈরির বিষয়ে সংগঠনের সভাপতি খছরু আহমদ এর দিকনির্দেশনায় ও সাধারণ সম্পাদক উমাইয়া আক্তার নুহা’র তত্বাবধানে নির্মাণাধীন ঘরটি সম্পন্ন হয়।
এদিন ফাতেমা বেগমকে ঘরের চাবি হস্তান্তর করেন বড়লেখা মহিলা কল্যাণ সমিতির সভাপতি খছরু আহমদ, সাধারণ সম্পাদক উমাইয়া আক্তার নুহা’সহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও বড়লেখা নারী কল্যাণ সমিতি অসহায় দরিদ্র পরিবারের কর্মসংস্থানের জন্য সেলাইমেশিন, গাভী, মাতৃছাগল ও টং দোকান প্রদান করে বড়লেখা উপজেলায় আলোড়ন সৃষ্টি করেছে এবং বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্তদের মাঝে টিনসেডের ঘর নির্মাণ, বিশুদ্ধ পানির জন্য নলকূপ স্থাপন, খাদ্য সামগ্রী বিতরণ, শীতবস্ত্র বিতরণ, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার প্রদানসহ প্রতিনিয়ত সামাজিক উন্নয়নে কাজ করছে।
সমিতির নেতৃবৃন্দরা বলেন, নিজের কোন ঘর না থাকায় দীর্ঘদিন ধরেই অন্যের বাড়ীতে কষ্টের সাথে দিনাতিপাত করছে বড়লেখা উপজেলার করিম উদ্দিনের স্ত্রী ফাতেমা বেগম। তার ছেলে মারধর করে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। অসচ্ছল বিধবা হলেও জুটেনি সরকারি সহায়তা। স্থানীয় লোকজনের কাছ থেকে তথ্য পেয়ে মহিলা কল্যাণ সমিতি ঘড় তৈরি করে দেওয়ার উদ্যোগ নেয়। তিনি আরও বলেন, আমাদের সংগঠনের একটি কমিটি আছে। কমিটির দেশ-বিদেশের দাতা সদস্য ও উপদেষ্টাদের অর্থ সহযোগিতা ও তাদের মাসিক চাঁদায় গড়া ফান্ড থেকে ঘর তৈরিসহ নানান কার্যক্রম অর্থায়ন হয়। সংগঠনের সদস্যদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের স্বনির্ভর হতে শেখানো হয়। তারই অংশ হিসেবে পূর্ব প্রশিক্ষণের ভিত্তিতে সদস্যরা নিজেরাই ঘর তৈরির কাজটি করেছেন।
অসহায় বিধবা নারী ফাতেমা বেগম বলেন, নিজের কোনো থাকার ঘর না থাকায় সন্ধ্যা হলেই তিনি মানুষের বাড়িতে গিয়ে আশ্রয় খুঁজতেন। কয়েক বছর আগে তার স্বামী মারা গেছেন। বহু বছর ধরেই তিনি মানুষের বাড়িতে বাড়িতে বসবাস করছেন। নিজের আধা শতাংশ জায়গা আছে কিন্তু ঘর নেই। এই জায়গার উপর সংগঠনের সদস্যরা ঘর তৈরি করে দেওয়ায় এখন তিনি নিজের জায়গায় থাকতে পারবেন।
বড়লেখা নারী কল্যাণ সমিতির সভাপতি খছরু আহমদ ও সাধারণ সম্পাদক উমাইয়া আক্তার নুহা বলেন, সমাজের অস্বচ্ছল ও বঞ্চিত শ্রেণির মানুষের কাছে সরকারের দেয়া বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচী পৌঁছে দিতে মাঠ পর্যায়ে আরো উদ্যোগ প্রয়োজন। সেখানে সামাজিক উন্নয়নমূলক সংগঠনগুলোকে কাজে লাগানো যেতে পারে। সেক্ষেত্রে দেশ-বিদেশের সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন।