কসবা দাখিল মাদ্রাসার সুপার শামছুজ্জামানের অপসারণ দাবীতে মানববন্ধন

মোঃ সাগর আহমেদ, নবীগঞ্জ প্রতিনিধি
নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ শামসুজ্জামান মৌজুদীর বিরুদ্ধে নানা অনিয়ম দূর্নীতি, ঘোষ বাণিজ্যসহ স্বৈরাচারী কায়দায় অত্র প্রতিষ্ঠান পরিচালনা, ছাত্র ছাত্রীদেরকে হয়রানি ও নিয়ম বহির্ভূত দায়িত্ব পালনের অভিযোগ উঠেছে।
গতকাল সকালে মাদ্রাসা প্রাঙ্গণে ম্যানিজিং কমিটির, শিক্ষকমন্ডলী, ছাত্রছাত্রীর উপস্থিতিতে অত্র প্রতিষ্ঠানের সুপারের অপসারণ চেয়ে মানববন্ধন পালন করেন এলাকাবাসী। এছাাড়াও গত বৃহস্পতিবার কসবা গ্রামবাসীর পক্ষে সুপারের নানা অনিয়ম ও দূর্নীতির প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দিয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন। গতকাল দুপুরে অনুষ্ঠিত মানববন্ধ শেষে এতে বক্তব্য রাখেন, অত্র মাদ্রাসার সহকারী মৌলভী মুফতি বজলুর রহমান, নবীগঞ্জ সর্বদলীয় ছাত্র ঐক্যের সহ মুখপাত্র ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা মারুফ আহমদ চৌধুরী,ইউপি সদস্য আমিনুল ইসলাম, শ্যামল আহমেদ, বিশিষ্ট মুরব্বি মোঃ সমশিরবউল্লাহ্, অত্র মাদ্রাসার সাবেক সভাপতি আব্দুল হক, মোঃ নফল উদ্দিন, মোঃ সামাজুল ইসলাম; মো: আলিম উদ্দিন, ছাত্র সংগঠনের পক্ষে আল আমিন প্রমূখ।বক্তারা অত্র মাদ্রাসা সুপার শামসুজ্জামান মৌজুদীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন।