মাধবপুরে মডেল মসজিদ উদ্বোধন

নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।ভার্চুয়ালি প্রধান অতিথি হিসাবে যুক্ত থেকে উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা ডঃ আ ফ ম খালিদ হোসেন।
সোমবার (২৪ ফেব্রুয়ারী) মাধবপুর পৌর এলাকার আলাকপুরে মসজিদ কমপ্লেক্সে মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম।বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদুর রহমান, ইসলামী ফাউন্ডেশনের উপপপরিচালক মোঃ মনিরুজ্জামান গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী একেএম সাকিবুর রহমান ও মডেল মসজিদ ফাউন্ডেশনের উপ পরিচালক জাকির হোসেন।
অনুষ্টানে আলেম ওলামা,বিএনপি নেতা, সমন্বয়কারী ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। অনুষ্টান সঞ্চালনায় ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুজিবুল ইসলাম।তিন বছরেরও বেশী সময় পর প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে সম্প্রতি মডেল মসজিদটির নির্মান কাজ শেষ হয়।