সুনামগঞ্জ বিএনপির ১৬টি ইউনিটের আহবায়ক কমিটির অনুমোদন

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ জেলা বিএনপির ১৬ ইউনিটের আহ্বায়ক কমিটি গঠন করে ঘোষণা করাও হয়েছে। সোমবার দিন ব্যাপী সভা শেষে দলীয় প্যাডে রাতে সুনামগঞ্জ জেলা বিএনপি আহবায়ক কলিম উদ্দিন আহমদ মিলন ও সদস্য স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত এডঃ আব্দুল হক স্বাক্ষরিত দলীয় প্যাডে আনুষ্ঠানিক ভাবে এই কমিটি অনুমোদন করা হয়।
এর পূর্বে রাতে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে ও সদস্য এ্যাডভোকেট আব্দুল হক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ জি কে গৌছ।
জেলার আহবায়ক কমিটি গুলো হলো,তাহিরপুর উপজেলা আহবায়ক বাদল মিয়া, ১ম যুগ্ম আহবায়ক মোঃ জুনাব আলী, ২য় যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল, ৩য় যুগ্ম আহবায়ক মোঃ রাকাব উদ্দিন, ৪র্থ যুগ্ম আহবায়ক আবুল হুদা, সুনামগঞ্জ সদর উপজেলা আহবায়ক ফারুক আহহমদ লিলু, ১ম যুগ্ম আহবায়ক আব্দুর রহিম, ২য় যুগ্ম আহবায়ক তৌহিদুল আলম রাজ্জাকী কায়েস, ৩য় যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম দিলু, ৪র্থ যুগ্ম আহবায়ক নূর উদ্দিন, সুনামগঞ্জ পৌরসভা আহবায়ক সাইফুল্লাহ হাসান জুনেদ, ১ম যুগ্ম আহবায়ক মুর্শেদ আলম, ২য় যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল নোমান, ৩য় যুগ্ম আহবায়ক আকবর আলী, ৪র্থ যুগ্ম আহবায়ক এডঃ আনিসুজ্জামান শামীম, মধ্যনগর উপজেলা আহবায়ক আবে হায়াত, ১ম যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ুম মজনু, ২য় যুগ্ম আহবায়ক আব্দুল বাশার, ৩য় যুগ্ম আহবায়ক মোশাহিদ তালুকদার, ৪র্থ যুগ্ম আহবায়ক মমিনুল হক বেনু, ধর্মপাশা উপজেলা আহবায়ক লিয়াকত আলী, ১ম যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল হক, ২য় যুগ্ম আহবায়ক এস এম রহমান, ৩য় যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম, ৪র্থ যুগ্ম আহবায়ক: জুলফিকার আলী ভুট্টু, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির কমিটিতে আহবায়ক করা হয়েছে রাজু আহমেদকে।
এছাড়াও ১ম যুগ্ম আহবায়ক করা হয়েছে আশিকুর রহমান আশিক কে,২য় যুগ্ম আহবায়ক: মোঃ আব্দুল হাই,৩য় যুগ্ম আহবায়ক: শাহাব উদ্দিন সাবুল,৪র্থ যুগ্ম আহবায়ক: রমজান আলী। জগন্নাথপুর পৌরসভা আহবায়ক: মোঃ সালাহ উদ্দিন আহমদ মিটু,১ম যুগ্ম আহবায়ক: মোঃ আব্দুল মতিন,২য় যুগ্ম আহবায়ক: মোঃ দিলু মিয়া,৩য় যুগ্ম আহবায়ক: মোঃ শামছুল হক,৪র্থ যুগ্ম আহবায়ক: মোঃ তকবুর হোসেন, জগন্নাথপুর উপজেলা,আহবায়ক: আবু হুরায়রা ছাদ,১ম যুগ্ম আহবায়ক: মোঃ জামাল উদ্দিন আহমদ,২য় যুগ্ম আহবায়ক: সৈয়দ মোছাব্বির আহমদ,৩য় যুগ্ম আহবায়ক: মোঃ আব্দুস ছোবহান,৪র্থ যুগ্ম আহবায়ক: সুহেল আহমদ খান টুনু,শান্তিগঞ্জ উপজেলা আহবায়ক: জালাল উদ্দিন (সাবেক চেয়ারম্যান),১ম যুগ্ম আহবায়ক: রওশন খান সাগর,২য় যুগ্ম আহবায়ক: আখতারুজ্জামান বাবুল,৩য় যুগ্ম আহবায়ক: আবুল কাশেম নাঈম,৪র্থ যুগ্ম আহবায়ক: আবদাল মিয়া,শাল্লা উপজেলা আহবায়ক: সিরাজুল ইসলাম,১ম যুগ্ম আহবায়ক: আব্দুল আউয়াল,২য় যুগ্ম আহবায়ক: জাকির হোসেন,৩য় যুগ্ম আহবায়ক: বাবু নিত্যানন্দ দাস,৪র্থ যুগ্ম আহবায়ক: আব্দুল করিম,দিরাই পৌরসভা আহবায়ক মিজানুর রহমান মিজান,১ম যুগ্ম আহবায়ক: এড. ইকবাল হোসেন চৌধুরী, ২য় যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম,৩য় যুগ্ম আহবায়ক: ফারুক সরদার,৪র্থ যুগ্ম আহবায়ক: মাইদুল ইসলাম চৌধুরী,দিরাই উপজেলা আহবায়ক: আমির হোসেন,১ম যুগ্ম আহবায়ক মঈনুদ্দীন চৌধুরী মাসুক,২য় যুগ্ম আহবায়ক: হুমায়ুন কবীর তালুকদার,৩য় যুগ্ম আহবায়ক: আব্দুল করিম চৌধুরী, ৪র্থ যুগ্ম আহবায়ক মোঃ কবির মিয়া,জামালগঞ্জ উপজেলা আহবায়ক শফিকুর রহমান, ১ম যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল মালেক,২য় যুগ্ম আহবায়ক আজিজুর রহমান, ৩য় যুগ্ম আহবায়ক আজাদ হোসেন বাবলু, ৪র্থ যুগ্ম আহবায়ক মাসুম মাহমুদ তালুকদার, ছাতক উপজেলা আহবায়ক ফরিদ উদ্দিন, ১ম যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল, ২য় যুগ্ম আহবায়ক: অধ্যাপক্ষ শাহ শফিকুল ইসলাম মতি, ৩য় যুগ্ম আহবায়ক আবু হুরায়রা সুরত, ৪র্থ যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন, ছাতক পৌরসভা আহবায়ক শামছুর রহমান ছামসু, ১ম যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সুমেন,২য় যুগ্ম আহবায়ক: জয়নাল আবেদীন মহি,৩য় যুগ্ম আহবায়ক: শামছুর রহমান বাবুল,৪র্থ যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সালমান, দোয়ারাবাজার উপজেলা আহবায়ক আলতাফুর রহমান খসরু, ১ম যুগ্ম আহবায়ক আব্দুল মানিক মাষ্টার, ২য় যুগ্ম আহবায়ক হারুনুর রশীদ লক্ষীপুর,৩য় যুগ্ম আহবায়ক: জাকির হোসেন,৪র্থ যুগ্ম আহবায়ক এখলাছ মিয়া তালুকদার।