নবীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

নবীগঞ্জ প্রতিনিধি
নবীগঞ্জ সর্বদলীয় ছাত্র ঐক্যের ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড় থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে পুনরায় নতুন বাজার (গাজীর টেক) মোড়ে মিলিত হন।
নবীগঞ্জ সর্বদলীয় ছাত্র ঐক্যের মুখপাত্র ইফতি আহমেদ’র সভাপতিত্বে ও সহ মুখপাত্র মারুফ আহমদ চৌধুরীর পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন সমন্বয়ক সফিকুর রহমান শফিক, সাহেল আহমদ, এসএম হিমেল, শাকিল আহমদ প্রমুখ। এতে উপস্থিত ছিলেন জেলা সমন্বয়ক পারভেজ হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা, কাজী খোকন, জুবায়েল আহমদ, গাজী তারেক, আকাঈদ, এসএম মাহি, নোমান আহমদ, ইসরাফিল, আরিফ চৌধুরী প্রমূখ।
পথসভায় ছাত্র নেতৃবৃন্দ তাদের বক্তব্যে সারাদেশে আইনশৃঙ্খলার অবনতির দায়ে স্বরাষ্ট্র মন্ত্রী জাহাঙ্গীর আলমের পদত্যাগ দাবী জানান। এছাড়া নবীগঞ্জে সার্বিক আইনশৃঙ্খলা অবনতি ও আওয়ামীলীগের দোসরদের গ্রেফতারে নবীগঞ্জ থানা পুলিশকে সক্রিয় ভূমিকা রাখার আহবান জানান। পবিত্র রমজান মাসকে সামনে রেখে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবী জানান।