শাবিপ্রবি চাঁদপুর অ্যাসোসিয়েশনের নেতৃত্বে আবদুল্লাহ, রাশেদ

শাবিপ্রবি প্রতিনিধি
চাঁদপুর জেলা থেকে আগত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন অ্যাসোসিয়েশন অব চাঁদপুরের ৭ম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
সভাপতি হিসেবে শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগের শিক্ষার্থী শাফী আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক হিসেবে রসায়ন বিভাগের শিক্ষার্থী মো: মেহেরাব হোসেন রাশেদ মনোনীত হয়েছেন। তারা দু’জনই বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মুহাম্মদ ছাকিয়ে কাউসার, ইশরাত জাহান মীম, তনুশ্রী দেবনাথ ও মেহেদী হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জুবাইর চৌধুরী ও দেওয়ান রেজা হামিদ কারজাই, সাংগঠনিক সম্পাদক রেদোয়ানুল করিম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ফখরুল ইসলাম ও মাহিন ইব্রাহীম, অর্থ সম্পাদক মোহাম্মদ শরীফ উল্লাহ, সহ-অর্থ সম্পাদক নাঈম আহম্মেদ, দপ্তর ও প্রচারণা সম্পাদক আলি আশ্রাফ তানভীর ও সহকারী দপ্তর ও প্রচার সম্পাদক তাহ্সিন অর্নব।
এছাড়া ক্রীড়া সম্পাদক আব্দুল মান্নান, সহকারী ক্রীড়া সম্পাদক শাহিদুল হাসান জয় ও ফারহান আহম্মদ কাফিল, সাংস্কৃতিক সম্পাদক জাকারিয়া তালুকদার অমিয়, সহকারী সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান তারেক ও জান্নাতুল নাঈমা। কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন সামি, প্রিয়া, শাহরিয়া, আনহা, মাহি, রাব্বি, অথৈ, তানভীর ও অনন।
উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি নবীনবরণ ও বার-বি-কিউ অনুষ্ঠানে সংগঠনটির প্রধান উপদেষ্টা ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম এ কমিটির ঘোষণা করেন।