হৃদরোগে আক্রান্ত জায়ানে চিকিৎসায় শাবিপ্রবি স্বপ্নোত্থানের আর্থিক অনুদান প্রদান

শাবিপ্রবি প্রতিনিধি
জটিল হৃদরোগে আক্রান্ত ১ বছরের বয়সের শিশু জায়ানের বাবাকে পনের হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নোত্থান।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন সংগঠনটির প্রচার সম্পাদক কাওসার আহমেদ। গত ৭ ও ৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে দুই দিনব্যাপী ‘স্বপ্নোত্থান চ্যারিটি পিঠা উৎসব ২০২৫’ থেকে এ তহবিল সংগ্রহ করা হয় বলে জানান তিনি।
কাওসার আহমেদ জানান, ‘পেরিমেমব্রেইন ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট’ নামক জটিল হৃদরোগে আক্রান্ত জায়ানের অপারেশনে এ অর্থ ব্যয় করা হবে। সংগঠনটির উপদেষ্টা মো. রিয়াদুল ইসলাম উপস্থিতিতে এ অর্থ হস্তান্তর করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক শাওয়াল মাহবুব বলেন,“আমাদের কাছে চ্যারিটি রিকুয়েস্ট আসলে আমরা চেষ্টা করি যথাসাধ্য কিছু একটা করার জন্য। জায়ানের জন্য আমরা দুইদিন ব্যাপী পিঠা উৎসব করি এবং অর্জিত মুনাফা হতান্ত করতে পেরে আনন্দিত।”