এনসিএম উচ্চ বিদ্যালয়ের মানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন আব্দুর রব

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার অন্যতম স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও প্রাক্তন শিক্ষক আব্দুর রব। বিনাপ্রতিদ্বন্দ্বীতায় তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন।
রোববার ২৩ ফেব্রুয়ারি বিকেলে ম্যানেজিং কমিটির নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আশুক আহমদের সঞ্চালনায় নির্বাচিত অভিভাবক সদস্যবৃন্দ ও শিক্ষক প্রতিনিধিদের নিয়ে প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় তাকে আগামী দুই বছর মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত অভিভাবক সদস্য অলিউর রহমান মালন, ফয়সল ইবনে মোমিত, আবুল হাসান তাপাদার, মুতিউর রহমান বেলুন, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য লিপি বেগম, দাতা সদস্য মো. ছয়রুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি শুভ্র কান্তি দাস, বিলাল আহমদ ও ফারজানা ফেরদৌস।
উল্লেখ্য, সিনিয়র সাংবাদিক আব্দুর রব দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে দীর্ঘ প্রায় এক যুগ সুনামের সাথে শিক্ষকতা করেছেন। পরবর্তীতে তিনি ওই স্কুলের ম্যানেজিং কমিটিতে শিক্ষানুরাগী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এছাড়াও তিনি বড়লেখা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর উপদেষ্টাসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে জড়িত রয়েছেন।
এদিকে সিনিয়র সাংবাদিক ও প্রাক্তন শিক্ষক আব্দুর রব এনসিএম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন ব্যক্তি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে।