ওসমানীনগরে শালিস বৈঠকে সংঘর্ষ, নিহত ১, মামলা দায়ের

দৈনিকসিলেট প্রতিবেদক
ওসমানী নগর উপজেলার অন্তর্গত গোয়ালাবাজার ইউনিয়নের গ্রামতলা গ্রামে শালিস বৈঠকে সংঘর্ষে বখাই গুপ্ত নিহতের খবর পাওয়া যায়। সরজমিনে গিয়ে জানা যায় বখাই গুপ্ত নি:সন্তান ছিলেন যার কারণে তার ভাতিজা শ্যামাপদ গুপ্ত তার সম্পত্তি নিয়ে ঝামেলা চলে আসছিল। এই ঝামেলা সমাধানের লক্ষ্যে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মিলে শালিস বৈঠকে বসেন।শালিস চলাকালীন সময় কথা কাটাকাটির এক পর্যায়ে শ্যামাপদ গুপ্ত ও তার ছেলে সন্দীপ গুপ্ত বখাই গুপ্তকে এলোপাতাড়ি ভাবে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। এতে বখাই গুপ্ত মারাত্মক ভাবে আহত হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরবর্তীতে কামরুল ইসলাম বাদি হয়ে ১৮/০৮/২০২৪ ইং তারিখে শ্যামাপদ গুপ্ত, সন্দীপ গুপ্ত, লাভলী রানী গুপ্ত, শমীষ্টা গুপ্ত, সাগর দত্ত, পিন্টু গুপ্ত ছয় জনের নাম উল্লেখ পূর্বক একটি হত্যা মামলা দায়ের করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন যে শ্যামাপদের পরিবারের সাথে দীর্ঘ দিন থেকে ষড়যন্ত্র করা হচ্ছে এই ঘটনাও গভীর যড়যন্ত্রের বহিঃপ্রকাশ। এব্যাপারে ওসমানী নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বললে তিনি জানান যে কামরুল ইসলাম বাদি হয়ে মামলা দায়ের করেছেন, এজাহার নামীয় আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে। তাদেরকে গ্রেফতার করতে আমাদের সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।