কালীবাড়ি বাজারে জোড়া খুন মামলার তিন আসামি গ্রেফতার, রহস্য উদঘাটন

নিজস্ব প্রতিবেদক
জালালাবাদ থানাধীন সিলেট সিটি করপোরেশনের ৮ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত কালীবাড়ি বাজারে জোড়া খুন মামলার এজাহার নামীয় তিন জন আসামিকে গ্রেফতারের খবর পাওয়া যায়। গ্রেফতারের সত্যতা নিশ্চিত হওয়ার জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই লোকমান হোসেনের সাথে কথা বললে তিনি জানান যে, বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এজাহার নামীয় ৩,৪,৫ নং আসামি সুমন দাস,জুবায়ের আহমদ, এমরান হোসেন কে গ্রেফতার করতে সক্ষম হই। থানা হাজতে জিজ্ঞাসা বাদে তারা স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয় এবং তারা পূর্ব পরিকল্পিত ভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। মূল পরিকল্পনায় সবুজ মিয়া ও শচীন দাসের কথা জানায়। পলাতক অন্য দুই আসামিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাদের সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য যে বিগত ০৭/০৭/২০২৪ ইং তারিখে কালীবাড়ি বাজার কমিটির নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে রিফাত ও রাজু নিহত হয়। উক্ত ঘটনায় নাঈম ইসলাম বাদি হয়ে পাঁচ জনের নাম উল্লেখ পূর্বক একটি হত্যা মামলা দায়ের করেন।