শাবিপ্রবিতে নিরাপদ যানবাহনের দাবিতে মানববন্ধন

শাবিপ্রবি প্রতিনিধি
সিলেটের অনিরাপদ যানবাহন ব্যবস্থার বিরুদ্ধে ও দেশব্যাপী লুটপাট, ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট।
মানববন্ধনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উপদেষ্টা পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক জায়েদা শারমিন বলেন,” ইদানিং সিলেটের যানবাহন গুলো অনিরাপদ হয়ে উঠছে। প্রায়ই প্রতিদিনই সিলেটের সিএনজিগুলোতে আমাদের কোন না কোন মেয়ে শিক্ষার্থী বিভিন্ন অপ্রীতিকর পরিস্থিতির শিকার হচ্ছে।”
“বিকাল ও সন্ধ্যার দিকে মেয়েদেরকে টিউশনসহ বিভিন্ন কাজে ক্যাম্পাসের বাহিরে যেতে হয়। অথচ এসময়টাই ছাত্রীদের বাহিরে যাওয়া ভয় ও আতঙ্কের বিষয় হয়ে দাড়িয়েছে। এজন্য ছাত্রীদের সচেতন হওয়ার পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে এসকল কঠোর পদক্ষেপ নেওয়ার আহবান জানাচ্ছি।”
দিক থিয়েটারের সাধারণ সম্পাদক দ্বৈপায়ন দাশ অনন্যো বলেন, “একটা দেশের গণঅভ্যুত্থানের পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সবচেয়ে বড় ভূমিকা রাখে। কিন্তু আমরা তাদেরকে তেমন ভূমিকা পালন করতে দেখছি না। কিছুদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা পরিবর্তন করে আবার পরিবর্তন করার দাবি তুলতে হচ্ছে। তাহলে কি আমরা যোগ্য কাউকে খুজে পাচ্ছি না?”
“গত ১৬ বছরে নিয়োগ পাওয়া পুলিশ প্রশাসন ও আমলারা সরকারকে সহযোগিতা করছে না বিধায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে না বলে আমি মনে করি।”
তিনি বলেন, “যারা ধর্ষণের মত জঘন্য অপরাধের সাথে জড়িত, তাদেরকে তৎক্ষণাৎ বিচারের আওতায় আনা দরকার। তাহলে কেউ এই কাজ করা চিন্তা করতে পারবে না।”
এসময় বিশ্ববিদ্যালয়ের মেয়ে শিক্ষাথীদের যানবাহন চলাকালে নিরাপত্তার দাবিতে বাসের সংখ্যা বৃদ্ধিতে কর্তৃপক্ষের নিকট আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে জোটের সমন্বয়ক সংগঠন মাভৈঃ আবৃত্তি সংসদের সভাপতি সাদিয়া আঞ্জুম শৌমির সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জোটভুক্ত সংগঠনগুলোর নেতারা।