খাজাঞ্চী ইউনিয়ন ক্রিকেট লীগ সম্পন্ন: চ্যাম্পিয়ন রাইজিং স্টার

বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে খাজাঞ্চী ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশন কর্তৃক আয়োজিত টি-টোয়েন্টি লীগের নবম আসর সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার ( ২৫ শে ফেব্রুয়ারী) বিকেলে পুরুস্কার বিতরণীর মধ্য দিয়ে উপজেলার খাজাঞ্চী ষ্টেশন সংলগ্ন মাঠে অনুষ্ঠিত টুর্ণামেন্টের ফাইনাল খেলায় টাইগার ক্রিকেট ক্লাব ৭নং ওয়ার্ডকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় রাইজিং স্টার ৯নং ওয়ার্ড। টসে জিত প্রথমে ব্যাট করে ১৩৫ রান সংগ্রহ করে টাইগার ক্রিকেট ক্লাব ৫ নং ওয়ার্ড। সহজ লক্ষ্যে ব্যাট করতে শুরুতেই ৩ রানে ৩ উইকেট হারিয়ে দারুন চাপে পড়ে রাইজিং স্টার। পরবর্তীতে মিডল অর্ডারের ব্যাটসম্যানদের দৃঢ়তায় সহজে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রাইজিং স্টার। বিজয়ী দলের রায়হান ম্যাচ সেরা ও সিরিজ সেরা হন।
যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত ভি-সেভেনের সার্বিক সহযোগীতায় অনুষ্ঠিত টুর্ণামেন্টে এবার পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল পেয়েছে নগদ ৫০ হাজার টাকা ও একটি ট্রফি এবং রানার্স আপ দল পেয়েছে ৩০ হাজার টাকাসহ একটি ট্রফি।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ও বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী ভি-সেভেনের অন্যতমও সদস্য মাহমুদুর রহমান মান্না।
এসোসিয়েশনের সভাপতি সোহাগ আহমদ সেবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম সাজু ও ধারাভাষ্যকার জয়নাল আবেদীনের যৌথ পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা কয়েছ আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, সংগঠক ইলিয়াস আলী ,সাবেক ক্রিকেটার সুহেল আহমদ, খাজাঞ্চী ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য জমির উদ্দিন, আইনুল ইসলাম, বুরহান তালুকদার, সারোয়ার আহমদ, রাহাত আলী প্রমূখ।
এর আগে আগত অতিথিদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং ভি-সেভেনের সদস্যদের পক্ষে সম্মাননা ক্রেস্ট গ্রহন করেন মাহমুদুর রহমান মান্না।