সুনামগঞ্জ সীমান্তে ৭ লাখ টাকার ভারতীয় গরু আটক

দৈনিকসিলেট প্রতিবেদক
সুনামগঞ্জের মধ্যনগর ও দোয়ারাবাজার উপজেলার সীমান্ত এলাকা থেকে ১০টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি। বুধবার (২৬ ফেব্রুয়ারি) ভোর রাতে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মাটিরাবন বিওপির কড়াইবাড়ী এবং দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের প্যাকপাড়া বিওপির মোকামছড়া এলাকা থেকে ১০টি ভারতীয় গরু আটক করা হয়।
বিজিবি জানায়, আটককৃত ১০টি ভারতীয় গরুর আনুমানিক মূল্য ৭ লাখ ৮০ হাজার টাকা।
এ দিকে ভারত থেকে অবৈধভাবে আনা গরু আটক করা সম্ভব হলেও চোরাচালান কারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মধ্যনগর ও দোয়ারাবাজার সীমান্ত এলাকা থেকে ১০টি ভারতীয় গরু আটক করা হয়েছে। আটককৃত গরুগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হবে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি বাড়ানো হয়েছে।’