সুনামগঞ্জে বাঁধের কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি
অনিয়ম, অব্যবস্থাপনা ও নির্ধারিত সময়ে ফসলরক্ষা বাঁধের কাজ শেষ না হওয়ার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন করেছে হাওর বাঁচাও আন্দোলন কমিটি। বুধবার বেলা ১১টায় জেলা শহরের ট্রাফিক পয়েন্টে মানববন্ধন করেন এই সংগঠন সংশ্লিষ্টরা।
মানববন্ধনে বক্তারা বলেন, চলতি বছর শুরু থেকে বাঁধ নির্মাণের কাজে ব্যাপক অনিয়ম-গাফিলতি হয়েছে। প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা ব্যস্ত ছিলেন প্রকল্প ও ব্যয় বাড়ানো নিয়ে। কাজ হয়েছে দায়সারাভাবে। অনেক প্রকল্পে কাজ শেষ হয়নি এখনো।
হাওরে এখন বাঁধ-বাণিজ্য শুরু হয়েছে জানিয়ে বক্তারা বলেন, বাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতির কারণে হাওরে ফসল এখন ঝুঁকিতে পড়েছে। এবার যদি ফসলডুবি হয় তাহলে বাঁধ সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন বক্তাগন।
হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির বাঁধ বিষয়ক সম্পাদক রাজু আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক প্রভাষক দুলাল মিয়া, জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক বিজন সেন রায়, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আসাদুল্লাহ সরকার। এছাড়া কমিটি সংশ্লিষ্ট ব্যক্তিগন বক্তব্য দেন।
উল্লেখ্য, জেলার বিভিন্ন হাওরে ফসলরক্ষা বাঁধ নির্মাণে ১৫ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা বেধে দিয়েছে সরকার। জেলার ১২টি উপজেলায় এবার ৫৩ টি হাওরে ৬৮৬ টি প্রকল্পে ফসলরক্ষা বাঁধের কাজ চলে। এর প্রাক্কলন ব্যায় ধরা হয়েছে ১২৭ কোটি টাকা। এদিকে বাঁধ সংশ্লিষ্টদের দাবি, হাওরে এ পর্যন্ত শতভাগ কাজ সম্পূর্ন হয়েছে।