হবিগঞ্জ ডাকাতির প্রস্তুতিকালে বন্দুকসহ ১৪ রাউন্ড গুলি উদ্ধার

নুর উদ্দিন সুমন, হবিগঞ্জ
হবিগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে একটি একনলা বন্দুক ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে হবিগঞ্জ সদর আর্মি ক্যাম্পের টহল দল শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কের পাইকপাড়া এলাকা থেকে বন্দুক ও গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, হবিগঞ্জ সদর আর্মি ক্যাম্প গোপন সূত্রে জানতে পারে পাইকপাড়া এলাকায় একদল ডাকাত অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে যৌথবাহিনী সেখানে অভিযান চালায়। এসময় ডাকাত দল বন্দুক ও গুলি ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক এবং ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বুধবার হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে। যৌথবাহিনীর একাধিক টিম মাঠে কাজ করছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।