সুনামগঞ্জ চেম্বার বিষয়ে ব্যবসায়ী-সাংবাদিকদের সাথে প্রশাসনের মতবিনিময়

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ
সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বর্তমান পরিস্থিতি ও পরবর্তী করণীয় বিষয়ে সুনামগঞ্জ জেলার ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যবসায়ী-সাংবাদিকবৃন্দ তাদের মতামত তুলে ধরেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা চলে।
প্রসঙ্গত, গত ১৩ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন শাখার মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ নাভিদ শাফিউল্লাহ এক আদেশে অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল’কে ওই প্রতিষ্ঠানে প্রশাসক হিসেবে নিয়োগ দেন। মন্ত্রণালয়ের আদেশে উল্লেখ- সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কমিটির বিশৃঙ্খল পরিস্থিতির কারণে ব্যবসা-বাণিজ্য সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে না বলে এই সংগঠনের সাধারণ সদস্যরা অভিযোগ করেছেন। বর্তমানে এই প্রতিষ্ঠানে কোনো পরিচালনা পর্ষদ নেই। ফলে প্রতিষ্ঠানের কোনো কার্যক্রমও নেই। তাই ধারাবাহিক কার্যক্রম বজায় রাখা এবং ব্যবসা-বাণিজ্যে চলমান অস্থিরতা দূর করতে বাণিজ্য সংগঠন আইন ২০২২–এর ১৭ ধারা অনুসারে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসককে (সার্বিক) এই প্রতিষ্ঠানের প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়।
আগামী ১২০ দিনের মধ্যে প্রশাসক একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করতে হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, সুনামগঞ্জের ব্যবসায়ীদের এই সংগঠনে দীর্ঘদিন থেকে সভাপতি ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক ও সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল হুদা চপল। এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্টও ছিলেন চপল। হাসিনা সরকার গদিচ্যুত হওয়ার পর বিভিন্ন মামলায় আসামী হওয়ায় আত্মগোপনে রয়েছেন তিনি।