সুনামগঞ্জে রাত্রিকালীন চেকপোস্ট-টহল ডিউটি জোরদার

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ
সুনামগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রাত্রিকালীন পুলিশি চেকপোস্ট ও টহল ডিউটি জোরদার করা হয়েছে। মঙ্গলবার দিনগত রাতভর (২৫ ফেব্রুয়ারি) জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসব চেকপোস্ট ও টহল ডিউটি সরেজমিনে পরিদর্শন করেন।
তারা দায়িত্বপ্রাপ্ত অফিসার ও ফোর্সদের সঙ্গে কথা বলেন এবং সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের বিষয়ে নির্দেশনা প্রদান করেন। এ সময় চোরাচালান, অবৈধ বালু পরিবহণ ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এছাড়া দায়িত্বরত পুলিশ সদস্যদের আরও সক্রিয় ও দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়।
রাত্রিকালীন বিশেষ এই তদারকিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন), পুলিশ সুপার (সাময়িক দায়িত্ব) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান ও সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রণজয় চন্দ্র মল্লিক। জেলা পুলিশের কার্যক্রম আরও সক্রিয় ও জনবান্ধব করতে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে।