বিশ্বনাথে আলহাজ্ব আব্দুল হান্নান ও নিরুন বেগম মেধাবৃত্তির বৃত্তি প্রদান কাল

বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে আলহাজ্ব আব্দুল হান্নান ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালনায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল হান্নান ও নিরুন বেগম দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণ আগামীকাল ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার।
উপজেলার খাজাঞ্চি একাডেমি এন্ড উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে সকাল ১০টায় অনুষ্ঠিত এ বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার শিক্ষাবিদ প্রফসর ড. এ.টি.এম মাহবুব-ই-এলাহী। প্রধান বক্তার বক্তব্য রাখবেন জালালাবাদ ট্রিচার্স ট্রেনিং কলেজ সিলেটের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল প্রফেসর ড. মোঃ হাসমত উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আদর্শ শিক্ষক ফেডারেশন বিশ্বনাথের প্রধান উপদেষ্টা মোহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী, মোহাম্মদ বদিউজ্জামান আহমদ, মোহাম্মদ আব্দুল হামিদ, মোহাম্মদ আব্দুল মতিন শফি।
সভাপতিত্ব করবেন বৃত্তি বাস্তবায়ন কমিটির সভাপতি সুহেল মিয়া।