মাধবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা

নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর বাজারে দুই ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। পবিত্র রমজান উপলক্ষ্যে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম এর অংশ হিসেবে বুধবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে দিকে মাধবপুর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাশেম।
এসময় মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে দুই হাজার করে দুইজন ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
মূল্যতালিকা যথাযথ স্থানে প্রদর্শন ও ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়ের জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন উপজেলা নিবার্হী কর্মকর্তা। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে সহযোগিতা করেছেন মাধবপুর থানার পুলিশের একটি টিম ও স্যানিটারি ইন্সপেক্টর।
উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাশেম বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান চলমান থাকবে।