নবীগঞ্জে ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাটার দায়ে ১ লাখ টাকা অর্থদণ্ড

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ফসলি জমি থেকে এক্সভেটর মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে আবু তাহের নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

বুধবার বিকেলে ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থদণ্ড করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানাযায়- দীর্ঘদিন ধরে উপজেলার সদর ইউনিয়নের ফায়ার সার্ভিস স্টেশন এলাকায়সহ বিভিন্নস্থান থেকে ফসলি জমি থেকে এক্সভেটর (ভেকু) মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কেটে আসছিল একটি চক্র। বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় ফসলি জমি থেকে এক্সভেটর (ভেকু) মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে আবু তাহের নামে এক ব্যক্তিকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন বলেন- ফসলি জমি রক্ষায় ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে। ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন