রমজানে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সুনামগঞ্জ পুলিশ সুপারের মতবিনিময়

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ:
পবিত্র মাহে রমজানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ব্যবসায়ী-সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সুনামগঞ্জের পুলিশ সুপার (সাময়িক দায়িত্ব) তাপস রঞ্জন ঘোষ। বৃহস্পতিবার বেলা ৩টায় পুলিশ সুপারের কনফারেন্স রুমে এ সভা চলে।
সভায় রমজানকে সামনে রেখে খাদ্যদ্রব্যসহ ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই, চাঁদাবাজি, বখাটেপনা রোধ, ক্রেতা সাধারণের নিরাপত্তা ব্যবস্থা, যানজট নিরসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অর্থ ও প্রশাসন, পুলিশ সুপার সাময়িক দায়িত্ব তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম, সুনামগঞ্জের ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর (টিআই) মোহাম্মদ হানিফ মিয়া।
ঘন্টাব্যাপী চলা মতবিনিময় সভায় ব্যবসায়ী-সাংবাদিকবৃন্দ গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। এসময় পুলিশ সুপার বলেন, সুনামগঞ্জের মানুষকে ভালো রাখতে তিনি বদ্ধপরিকর।