বালাগঞ্জে টিএন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ অনুষ্ঠিত

বালাগঞ্জ প্রতিনিধি
বালাগঞ্জের নারী শিক্ষা প্রতিষ্ঠান তয়রুন নেছা বালিকা (টিএন) উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ওএসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল খালেকের সভাপতিত্বে মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন উপজেলা প্রশাসন জামে মসজিদের ইমাম মাওলানা কামরুল ইসলাম।
মিলাদ মাহফিল ও আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি নেতা শিক্ষানুরাগী মাসুক মিয়া, কাওছার আহমদ, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামীম আহমদ। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
মিলাদ মাহফিল শেষে শিরণী বিতরণ করা হয়।